CPA এর পূর্ণরূপ হল Cost Per Action/ Cost Per Acquisition । এটি এক ধরণের অনলাইন/ডিজিটাল/ইন্টারনেট মার্কেটিং এর পদ্ধতি। CPA বলতে বোঝায় আপনার লিঙ্কের (বিজ্ঞাপনদাতার Website Link) মাধ্যমে বিজ্ঞাপনদাতার Website এ ঢুকে কেউ যদি নির্দিষ্ট একটি কাজ (Email submit, Download , Survey complete,Sign Up, Zip code submit, Order etc.) সম্পন্ন করে তাহলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন, এই অর্থ(ডলার) আপনার অ্যাকাউন্টে জমা হবে। মূলত CPA Marketing এক ধরনের Affiliate Marketing (৯০% মিল রয়েছে)। এ নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে।
সিপিএ'র বিভিন্ন ধরণের অফার আছে। যেমন- কোন ভিজিটর যদি কোনও ওয়েবসাইট সাইন আপ করে তবে ঐ সিপিএ মার্কেটার(বিজ্ঞাপনদাতা) এই সাইন আপের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন অর্থ প্রদান করবে ।
ধরুন, কোন গেমিং সাইট যদি অফার দেয় যে, "আমাদের গেমিং সাইটটিতে কেউ(গেমার) সাইন আপ করে, তাহলে যার মাধ্যমে(আপনি) আসবে তাকে আমরা 10 ডলার কমিশন দিব" । অতএব, আপনার লিঙ্কের (Web Link) মাধ্যমে যদি কোন ব্যক্তি অনলাইনে গেমিং সাইটটিতে সাইন আপ সম্পন্ন করে, তাহলে প্রতি সাইন আপ 10 ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে।